এই যে থর, সুপারম্যান বা ক্যাপ্টেন আমেরিকাতে তোমরা বুঁদ হয়ে থাকো বা পাবজি গেমে তোমাদের এই আসক্তি ; আমাদের সময় আমরা এগুলো কল্পনাও করতে পারতাম না! মোবাইল তো দূর অস্ত। স্নেক গেমসে হাজার পার করতে পারাটাই ছিলো বড় সাফল্য আমাদের জন্য। তিন গোয়েন্দা বা মাসুদ রানাও খুব একটা প্রচলিত ছিলো এমনও না। টিভিতে মাঝেমধ্যে মি.বিন আর সপ্তাহান্তে মীনা কার্টুন বা টম জেরি। এর বাইরে যদি কিছু থাকে, সেটা ছিলো চাচা চৌধুরী। জানো, আমাদের জেনারেশনের প্রথম সুপার হিরো কে? চাচা চৌধুরী সিরিজের সাবু। চাচা চৌধুরীর কোন মুস্কিল হলেই মুস্কিল আসান বাবা ছিলেন সাবু। প্রাণ ছিলেন চাচা চৌধুরী সিরিজের লেখক। শুধু বাংলাতেই নয়, পুরো ভারতবর্ষের আরো কয়েকটা ভাষায় চাচা চৌধুরী মুদ্রিত হতো।
আন্দাজ করতে পারো, কেমন ছিলো আমাদের শৈশব সেই চাচা চৌধুরীর দিনগুলোতে! নতুন কমিক্স হাতে পেলেই নাওয়া-খাওয়া ভুলে গ্রোগাসে গিলতাম আমরা সেসব। একবসাতে শেষ না করলে কেমন যেন অস্বস্তি কাজ করতো। তবে পড়ে ফেলা কমিক পুরোনো হতো না কখনোই। বারবার উল্টে পাল্টে পড়া চলতো।
বইয়ের ভাজে কমিক বই পাওয়া নিয়ে মাস্টার মশাইয়ের প্যাদানির স্বাদ তোমরা হয়তো বুঝবে না। তবে আমাদের প্রজন্মের কাছে সেই স্বাদ ছিলো অমৃত সমান। মার খেলেও কমিক থাকা লাগবেই। সাবু এত লম্বা কেন, চাচা চৌধুরীর গোঁফের রহস্য কি, উনি মাথায় পাগড়ি কেন দিতেন, চাচা চৌধুরীর গিন্নী কেনই বা এত মোটা ছিলেন এসব নিয়ে বড়দের জেরবার করে ছেড়ে দিতাম আমরা। আমাদের তালে পড়ে বড়রাও কমিক্সের দিকে ঝুকে যেতেন মাঝে সাজে।
সাবু ছিলো জুপিটার থেকে আসা এলিয়েন, আবার ভিলেন রাকা কে কখনো মেরে ফেলা যায় না। কারণ সে এমন একটা হার্বাল খেয়েছিলো যার ফলে সে অমরত্ব লাভ করেছিলো। চাচা চৌধুরীর কুকুর ছিলো দুনিয়ার একমাত্র ভেজিটেরিয়ান কুকুর। শুনতে অবাক লাগলেও এটাই দেখিয়েছেন প্রাণ। আর চাচা চৌধুরী কখনো দরজা লক করতেন না। কারণ, চোরের ঐ সাহস কই চাচা চৌধুরীর ঘরে ঢুকে? এছাড়াও তাঁর গিন্নির রুটির বেলন কোন অস্ত্রের চেয়ে কম কিছু ছিলো না।
এমন মজার সব ঘটনা ছিলো চাচা চৌধুরীর গল্পে। তাঁর একটা ট্রাকও ছিলো ডাগ-ডাগ ট্রাক। কোন অপারেশনে গেলে সাবু আর কুকুর রকেট না শুধু, এই ট্রাকও চাচা চৌধুরীর সঙ্গী হতো।
শুধু কমিক্স না, টিভি সিরিজও হয়েছিলো চাচা চৌধুরী নিয়ে। বেশ সাড়াও পড়েছিলো। প্রাণ ও মারা যান ২০১৪ সালে। একটা ছেদ পড়ে যায়। তবে ২০১৮ সালে এনিমেশন ফিল্মও হয় চাচা চৌধুরী নিয়ে। তবে প্রাণের কমিকের জাদু খুব একটা পাওয়া যায়নি ওসবে।
ইন্টারন্যাশনাল কার্টুন মিউজিয়ামে চাচা চৌধুরী সিরিজের কার্টুনও স্থান পায় ২০০৫ সালে। আমাদের ছেলেবেলা অসাধারণ ছিলো অনেক কারণেই। চাচা চৌধুরী সিরিজের কমিক্স তার একটা। বাসায় আব্বুকে আজই বলতে পারো পুরোনো কপির জন্য। নিশ্চিত, ফ্যান হয়ে যাবা।
লেখাটি নিয়ে মতামত