জ্যাসপার এন্ড জিংক্স একাশি বছরে পা দিলো।দুনিয়ার সবচেয়ে সেরা কার্টুন সিরিজ এটা। খুব শীঘ্রই এটা সিনেমা হিসেবেও রিলিজ হবে। সবই তো বুঝলে! তো, এই জ্যাসপার এন্ড জিংক্স কারা? এদের নাম তো শুনো নাই মনে হচ্ছে। তবে এটা না দেখলে তোমাদের অনেকেরই ভাত হজম হতো না। উইলিয়াম হ্যানা এন্ড জোসেফ বারবারা এই জ্যাসপার এন্ড জিংক্স এর স্রষ্টা। যেটাকে তোমরা টম এন্ড জেরি নামে চিনো! শুরুতে নাম কিন্তু ঐটাই ছিলো। আসো, কিছু মজার ঘটনা জেনে নিই!
- ১৯৪০ সালে এই কার্টুনের যাত্রা। তবে, টম এন্ড জেরীর বয়স কিন্তু বাড়েনি এক চুলও। তারা ঠিক ওরকমই আছে এখনো।
- শুরুর দিকে এই কার্টুন কিন্তু থিয়েটারে রিলিজ দেয়া হতো। টিভিতে আসে কিন্তু অনেক পরে।
- প্রথম এপিসোডের পরে কর্তৃপক্ষ চেয়েছিলো এই শো বন্ধ করে দিতে। তাঁদের মনে হয়েছিল বিড়াল -ইঁদুরের এই শো খুব একটা জমবে না।
ভাগ্যিস, তা হয় নি। - ১৯৭৫ এর দিকে এসে টম আর জেরী সত্যি বন্ধুতে পরিণত হয়। একটা সিরিজে তাদের মধ্যে সত্যিকার বন্ধুত্ব দেখানো হয়। যদিও তা ছিলো ক্ষণস্থায়ী।
- ১৮২৩ সালের বই Life in London নামক বই থেকে টম এন্ড জেরি নাম দুটো ধার করা হয়।
- কার্টুন ক্যাটাগরীতে টম এন্ড জেরি ৭ টি অস্কার পেয়েছিলো। ১৩ বার নমিনেশন পায় এই সিরিজ। যদিও এখন আর এই ক্যাটাগরীতে পুরস্কার নেই।
- টম এন্ড জেরি দু’জনেই একটা সিরিজে আত্নহত্যা করেছিলো। পরে অবশ্য তারা আবার ফিরে আসে।
এরকম অনেক মজার ঘটনা টম এন্ড জেরি নিয়ে চালু আছে। এই বছরই খুব সম্ভবত বড় পর্দায় আসতে যাচ্ছে টম আর জেরী।
মার্চ থেকে মে – এর ভেতরে যে কোন সময়ই মুক্তি পেতে পারে এই ছবি। তোমাদের জন্য এরচেয়ে মজার আর কিছু বোধহয় আর হতে পারে না। অপেক্ষায় থাকো, টম এন্ড জেরি বড়পর্দায় আসার।
লেখাটি নিয়ে মতামত